Close

২০৪১ মধ্যে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার পথে সরকার

 চুয়েট, রাউজানঃ ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণেরনির্বাচনী প্রতিশ্রুতিদিয়ে ২০০৮ সালে ক্ষমতায় আসে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার। পথে কয়েক ধাপ এগিয়ে ২০১৪ সালে ফের ২০৪১ সালের মধ্যেস্মার্ট বাংলাদেশগড়ার প্রতিশ্রুতি দিয়ে টানা দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসে মহাজোট। এরই মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার পর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পথেও একধাপ এগিয়েছে সরকার।

তথ্যপ্রযুক্তি উদ্যোক্তাদের বিকাশ এবং জ্ঞানভিত্তিক অর্থনীতি প্রসারের লক্ষ্যে দেশে প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসভিত্তিক ব্যবসায়িক ইনকিউবেটর তৈরি করেছে তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। বুধবার ( জুলাই) চট্টগ্রাম প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে এটি।শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশগড়ে তোলার পথে একটি বড় পদক্ষেপবলছে সরকার।

মঙ্গলবার ( জুলাই) শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর প্রকল্প সরেজমিনে পরিদর্শন করে দেখা যায়, চুয়েট ক্যাম্পাসের অভ্যন্তরে প্রায় একর (. একর) জমির ওপর ৫০ হাজার বর্গফুট আয়তনের ১০ তলাবিশিষ্ট একটি ইনকিউবেশন ভবন এবং৩৬ হাজার বর্গফুটের ছয় তলাবিশিষ্ট একটি মাল্টিপারপাস প্রশিক্ষণ ভবন নির্মাণ করা হয়েছে।

ইনকিউবেশন ভবনের মধ্যে রয়েছেস্টার্টআপ জোন, আইডিয়া/ইনোভেশন জোন, ইন্ডাস্ট্রিএকাডেমিক জোন, ব্রেইনস্ট্রর্মিং জোন, লাইব্রেরি, ডাটা সেন্টার, রিসার্চ ল্যাব, বঙ্গবন্ধু কর্নার, এক্সিবিশন/প্রদর্শনী সেন্টার, ভিডিও কনফারেন্সিং কক্ষ, সভাকক্ষপ্রভৃতি। উদ্যোক্তা গবেষকদের কাজের সুবিধার্থে একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) ল্যাব, একটি মেশিন লার্নিং ল্যাব, একটি বিগ ডাটা ল্যাব, অপটিক্যাল ফাইবার ব্যাকবোন, একটি সাবস্টেশন সোলার প্যানেল রয়েছে।

এছাড়া ব্যাংক আইটি ফার্মের জন্য পৃথক কর্নার, অত্যাধুনিক সাইবার ক্যাফে, ফুড কোর্ট, ক্যাফেটেরিয়া, রিক্রিয়েশন জোন, মেকার স্পেস, ডিসপ্লে জোন, প্রেস/মিডিয়া কাভারেজ জোন, নিজস্ব পার্কিং সুবিধাও থাকছে। অন্যদিকে মাল্টিপারপাস প্রশিক্ষণভবনে ২৫০ জনের ধারণক্ষমতাসম্পন্ন সুসজ্জিত অডিটোরিয়াম এবং ৩০ জনের ধারণক্ষমতাসম্পন্ন পৃথক আটটি কম্পিউটারল্যাব কাম সেমিনার কক্ষ রয়েছে। পাশাপাশি প্রতিটি ২০ হাজার বর্গফুট আয়তনের চার তলাবিশিষ্ট পৃথক দুটি (একটি নারী একটি পুরুষ) আবাসিক ডরমিটরি ভবন নির্মিত হয়েছে। প্রতিটি ডরমিটরিতে ৪০টি কক্ষ রয়েছে। এছাড়া দুটি মিনি সুপারকম্পিউটার সম্বলিত অত্যাধুনিক গবেষণা ল্যাব শিগগির স্থাপিত হচ্ছে।

প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, উদ্যোক্তা তৈরি এবং জ্ঞানভিত্তিক কোম্পানি গড়ে তুলতে বিশ্বের স্বনামধন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ধরনের বিজনেস ইনকিউবেটর থাকলেও বাংলাদেশে তা এবারই প্রথম। এখানে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আইডিয়াগুলোবাস্তবায়ন এবং একজন উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে প্রয়োজনীয় প্রশিক্ষণঅবকাঠামো সহায়তা দেওয়া হবে। ইনকিউবেটরেরমাধ্যমে ইন্ডাস্ট্রি এবং শিক্ষার্থীদের মাঝে একটা সেতুবন্ধ তৈরি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

0 Comments
scroll to top