বর্তমানে নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইমরান যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শহীদুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন।
বুধবার (১৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
মোহাম্মদ ইমরান আড়াই বছর আগে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন। গত ফেব্রুয়ারি মাসে তার চুক্তির মেয়াদ আরও তিন বছর বৃদ্ধি করে বাংলাদেশ সরকার। ভারতের হাইকমিশনার থাকার আগে মোহাম্মদ ইমরান সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত ছিলেন।
তার স্থলে ভারতের হাইকমিশনার হচ্ছেন সুইজারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মো. মোস্তাফিজুর রহমান।
ইমরান বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) পররাষ্ট্র ক্যাডার হিসেবে ১৯৮৬ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন।
তিনি এর আগে জেদ্দা, বন, বার্লিন এবং অটোয়ার বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে এবং কলকাতা উপ-হাই কমিশনার হিসেবে কাজ করেছেন। তিনি উজবেকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সদর দপ্তরে তিনি বিভিন্ন শাখায় বিভিন্ন সক্ষমতা নিয়ে কাজ করেছেন।