Close

পোনা মাছ অবমুক্ত করলো চট্টগ্রাম মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগ

চট্টগ্রাম ডেস্ক, জয়বাংলা প্রতিদিন ডটকমঃ সপ্তাহব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ শনিবার (২৩ জুলাই) থেকে শুরু হয়েছে। এই মৎস্য সপ্তাহ চলবে আগামী ২৯ শে জুলাই পর্যন্ত। বছর জাতীয় মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ʼনিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশʼ নিরাপদ মাছ উৎপাদন বৃদ্ধিতে দেশের জনগণকে আরো সচেতন সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে দেশব্যাপি এবারের মৎস্য সপ্তাহ উদযাপন করা হচ্ছে।

নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশএই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগ জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে পোনা মাছ অবমুক্ত করেছে।

অন্যদিকে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে আলোচনা সভা পুরস্কার প্রদান অনুষ্ঠান করেন জেলা প্রশাসন জেলা মৎস্য দপ্তর চট্টগ্রাম। চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা ফারহানা লাভলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।

অনুষ্ঠানে মৎস্য খাতে গুরুত্বপূর্ণ অবদান এবং এ খাতকে উৎসাহিত করার লক্ষ্য যারা কাজ করেছেন, তাদেরকে সম্মানিত করা হয়।

জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগ জাতীয় মৎস্য সপ্তাহের দ্বিতীয় দিন রোববার পোনা মাছ অবমুক্ত করেন নগরের হযরত বায়েজিদ বোস্তামী দরগা পুকুরে।

চট্টগ্রাম মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগের সিনিয়র সহসভাপতি আলহাজ্ব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরীর পরিচালনায় সংগঠনের সাধারণ সম্পাদক এম মোতালেব তালুকদার সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ হায়দার খান সহ চট্টগ্রাম মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগের বিপুল সংখ্যক নেতা কর্মী পোনা মাছ অবমুক্ত স্হানে উপস্হিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

0 Comments
scroll to top