Close

জয়ের জন্মদিনে ফ্রান্স আওয়ামী লীগের শুভেচ্ছা

প্যারিস, ফ্রান্সঃ প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৫২তম জন্মদিন উপলক্ষে ফ্রান্স আওয়ামী লীগের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনের সভাপতি এম এ কাশেম ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন কয়েজ।

আজ বুধবার এক শুভেচ্ছা বার্তায় তারা ডিজিটাল বাংলাদেশের স্বপ্নসারথি সজীব ওয়াজেদ জয়ের ৫২তম জন্মদিনে এই শুভেচ্ছা জানান।

ফ্রান্স আওয়ামী লীগের শুভেচ্ছা বার্তায়, তারা সমৃদ্ধ আগামীর প্রতিচ্ছবি, তরুণ সমাজের আইকন, বদলে যাওয়া বাংলাদেশের সুযোগ্য-দক্ষ-দেশপ্রেমিক-কর্মবীর সজীব ওয়াজেদ জয়-এর শুভ জন্মদিন উপলক্ষে দেশবাসীর নিকট দোয়া প্রার্থনা করেন এবং পরম করুণাময়ের নিকট তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

সজীব ওয়াজেদ জয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশের পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার পুত্র। তিনি মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ২৭ জুলাই জন্মগ্রহণ করেন। দেশ স্বাধীন হওয়ার পর তার নাম রাখেন নানা শেখ মুজিবুর রহমান।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার কন্যা শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে এবং ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার নেপথ্য কারিগর হিসেবে কাজ করছেন পরিশ্রমী, মেধাবী ও পরিচ্ছন্ন জীবনের অধিকারী কম্পিউটার বিজ্ঞানী সজীব ওয়াজেদ জয়।
আমরা ফ্রান্স আওয়ামী পরিবারের পক্ষ থেকে, তাঁকে তাঁর জন্মদিনে জানাই শুভেচ্ছা, অভিনন্দন।

আরো শত বৎসর বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য এগিয়ে যাও আগামীর বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

0 Comments
scroll to top