Close

ছাত্রলীগকর্মীর রক্তে বেঁচে ওঠা প্রসূতি মা তার নবজাতক কন্যার নাম রাখলেন ‘হাসিনা’

জীবন-মৃত্যুর লড়াই থেকে ছাত্রলীগকর্মীর রক্তে বেঁচে ওঠা প্রসূতি মা তার নবজাতক কন্যার নাম রেখেছেন ‘হাসিনা’। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর)  রাতে ঢাকা মেডিক্যাল কলেজে অসুস্থ এই প্রসূতি মা রক্তের অভাবে মৃত্যুর মুখোমুখি হন। বাংলাদেশ ছাত্রলীগের ভার্চুয়াল ব্লাড ব্যাংকের মাধ্যমে রক্ত সংগ্রহ করে নতুন জীবন পান সেই মা। তিনি নবজাতকের নাম রাখেন ‘হাসিনা’ । শনিবার (৩ সেপ্টেম্বর) বিকালে তথ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক মীর আকরাম উদ্দিন আহমদ গণমাধ্যমকে এই তথ্য জানান।

বৃহস্পতিবার রাতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা ওই নারীর পরিবার কোনোভাবে রক্তের ব্যবস্থা করতে পারছিল না। রাত ৩টায় চিকিৎসক জানান, রক্ত ছাড়া প্রসূতিকে বাঁচানো সম্ভব নয়। পরে ওই পরিবার ছাত্রলীগের ভার্চুয়াল ব্লাড ব্যাংকের কথা জানতে পারেন। তারা ব্লাড ব্যাংককর্মীদের সঙ্গে যোগাযোগ করে। ওই রক্তের গ্রুপ কার আছে তা জানতে রাত জেগে ছাত্রলীগকর্মীরা বিভিন্ন ক্যাম্পাসে যোগাযোগ করেন। অবশেষে তারা কবি নজরুল কলেজের এক ছাত্রলীগের কর্মীকে খুঁজে পান।

তখনই হাসপাতালে ছুটে এসে ছাত্রলীগের সেই কর্মী রক্ত দেন। ভোর রাতে বেঁচে ওঠেন সেই মা। জন্ম দেন কন্যাশিশুর। এই আনন্দে নবজাতকের বাবা-মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে কন্যার নাম রাখেন ‘হাসিনা’।

তারা বলেন, ছাত্রলীগের কর্মী রক্ত না দিলে আমাদের মেয়েকে পৃথিবীর মুখ দেখাতে পারতাম কি না তা বলতে পারবো না। তাই ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী ও অভিভাবক শেখ হাসিনার নামে আমাদের মেয়ের নাম রেখেছি হাসিনা। আমাদের মেয়ে বড় হয়ে শেখ হাসিনার আদর্শ নিয়ে এভাবে মানুষের জন্য কাজ করবে। ঢামেক হাসপাতালে মা শিশু দু’জনই ভালো আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

0 Comments
scroll to top