ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ‘দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই)’ সভাপতি নির্বাচিত হয়েছেন মো. মাহবুবুল আলম। তিনি চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
বুধবার (২ আগস্ট) রাজধানীর মতিঝিলের এফবিসিসিআই ভবনে সংগঠনটির নবনির্বাচিত ৮০ পরিচালকের ভোটে মাহবুবুল আলম সভাপতি নির্বাচিত হন।
এ ছাড়া সংগঠনের সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ পাঠ্যপুস্তক মুদ্রণ ও বিপণন সমিতির সভাপতি মো. আমিন হেলালী। সংগঠনটি এদিন ৬ সহ-সভাপতি নির্বাচন করে। চেম্বার গ্রুপ থেকে তিন জন ও অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে তিন জন। চেম্বার গ্রুপ থেকে সহসভাপতি হয়েছেন সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির খায়রুল হুদা চপল, গাজীপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির সভাপতি মোহাম্মদ আনোয়ার সাদাত সরকার ও বাংলাদেশ চেম্বার অব ইন্ড্রাস্ট্রির সভাপতি যশোদা জীবন দেবনাথ।
অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে নির্বাচিত তিন সহসভাপতি হলেন- ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ই-ক্যাবের সভাপতি শমী কায়সার, মেইজি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি রাশেদুল হোসেন চৌধুরী রনি, অ্যাক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিনিধি মুনির হোসাইন।
গত ৩১ জুলাই এফবিসিসিআই’র ২০২৩-২৫ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। সেদিন সংগঠনটির ২৩টি পরিচালক পদে ভোট হয়। বাকি পদগুলোতে ভোটের প্রয়োজন হয়নি। আর নবনির্বাচিত ৮০ জন পরিচালকের ভোটে বুধবার (২ আগস্ট) সংগঠনটির সভাপতি, সিনিয়র সহসভাপতি ও ছয় সহসভাপতি নির্বাচিত হলেন।
এদিন, এক অনুষ্ঠানে নবনির্বাচিতদের নাম ঘোষণা করেন এফবিসিসিআই নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান এ. মতিন চৌধুরী। এ সময় নির্বাচন বোর্ডের অন্য দুই সদস্য শামছুল আলম এবং এমএন মঞ্জুরুল হক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান এ. মতিন চৌধুরী বলেন, ‘এবারের নির্বাচন খুবই সুষ্ঠু হয়েছে। কেউ কোনো অভিযোগ দেয়নি।’
অনুষ্ঠানে উপস্থিত এফবিসিসিআইয়ের বিদায়ী সভাপতি জসিম উদ্দিন বলেন, ‘বর্তমান বছরটি খুবই চ্যালেঞ্জিং ছিল। এর মধ্যেই আমরা অনেক কাজ করেছি। নির্বাচিত মাহবুবুল আলম খুবই দক্ষ নেতা। আগামী দুই বছর সবাই একসঙ্গে মিলেমিশে কাজ করলে এই বোর্ড আরও এগিয়ে যাবে বলে আমার প্রত্যাশা।’
এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিম বলেন, ‘আমরা সাবেকরা সব সময় সংগঠনের সঙ্গে আছি। আজ থেকে সবাই সম্মিলিতভাবে কাজ করবেন। আমরা সবসময় আপনাদের পাশে আছি।’
নবনির্বাচিত সভাপতি মো. মাহবুবুল আলম বলেন, ‘উই আর এ বিগ ফ্যামিলি ইন বাংলাদেশ। যারা নির্বাচন পরিচালনা করেছেন তারা খুবই দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে নির্বাচন পরিচালনা করেছেন। আগামী দুই বছর এক মায়ের সন্তান হিসেবে কাজ করার চেষ্টা করব। আমরা দিনশেষে ব্যাবসায়ী। তাই ব্যবসায়ীদের সমস্যা সমাধান করব।’
তিনি বলেন, ‘আমি আমার চেয়ার ব্যবহার করে ব্যবসা করিনি। আমি এফবিসিসিআই’র চেয়ার ব্যবহার করেও কোনো ব্যবসা কিংবা অবৈধ ব্যবসা করব না। এফবিসিসিআই’র পরিচালকসহ সবার সহযোগিতা নিয়ে সবকিছু করতে চাই। সব পরিচালককে নির্দিষ্ট দায়িত্ব দেওয়া হবে। আমরা একসঙ্গে কাজ করার অঙ্গীকার করছি।’
উল্লেখ্য, এর আগে গত ২০ জুন রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এফবিসিসিআই’র বর্তমান ও সাবেক সভাপতিরা মাহবুবুল আলমকে সংগঠনটির পরবর্তী সভাপতি হিসেবে দেখার আগ্রহ প্রকাশ করেন।