Close

পরীমনি ইস্যুতে চাকরি গেল পুলিশ কর্মকর্তা সাকলায়েনের

আলোচিত চিত্রনায়িকা পরীমনি ইস্যুতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার গোলাম মোহাম্মদ সাকলায়েন চাকরিচ্যুত হয়েছেন।

মঙ্গলবার (২৫ জুন) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সূত্রে এই তথ্য জানা গেছে। সূত্র জানিয়েছে, বিভাগীয় মামলায় ওই পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে ২০২১ সালের ৭ আগস্ট চিত্রনায়িকা পরীমনির সঙ্গে ডিবির গুলশান বিভাগের এডিসি গোলাম সাকলায়েন শিথিলের প্রেমের সম্পর্ক ও পুলিশের সরকারি বাসভবনে একান্তে সময় কাটানোর অভিযোগে ডিবি থেকে সরিয়ে দেওয়া হয়।

উল্লেখ্য, আশুলিয়ায় বোট ক্লাবের উদ্যোক্তাদের একজন ব্যবসায়ী নাসির ইউ মাহমুদের বিরুদ্ধে চিত্রনায়িকা পরীমনি ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে মামলা করেন। ওই মামলার তদন্তের তদারক কর্মকর্তা ছিলেন গোলাম সাকলায়েন। গোলাম সাকলায়েনের বিরুদ্ধে অভিযোগ ওঠে পরীমনিকে নিয়ে রাজারবাগের বাসায় গিয়েছিলেন তিনি। সেখানে পরীমনি ও গোলাম সাকলায়েন ১৮ ঘণ্টা সময় কাটান। মামলার তদন্ত করতে গিয়ে পরীমনির সঙ্গে গোলাম সাকলায়েন সখ্যতা তৈরি হয় বলে গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছিল।
বিসিএস পুলিশ ৩০তম ব্যাচের এই কর্মকর্তা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করেছেন। অনার্স শেষ করেই বিসিএস এ উত্তীর্ণ হন তিনি। এরপর ৩০তম ব্যাচের পুলিশে প্রথম হয়েছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

0 Comments
scroll to top