Close

ফ্রান্সে বিভিন্ন শহরে জাতীয় শোক দিবস পালিত

ফ্রান্সের রাজধানী প্যারিসে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করেছে ফ্রান্স আওয়ামী লীগসহ সমমনা সংগঠনগুলো।

বৃহস্পতিবার ফ্রান্সের বিভিন্ন শহরে বেশ কয়েকটি শোক-সমাবেশ করেন বিভিন্ন ব্যানারে বঙ্গবন্ধু প্রেমী প্রবাসী বাংলাদেশীরা। শোক সভায় বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

সম্প্রতি রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে বাঙালির দীর্ঘ স্বাধিকার আন্দোলনের স্মৃতি ভাণ্ডার বঙ্গবন্ধুর ৩২ ধানমন্ডির বাড়ি পুড়িয়ে দেওয়ার কথা বলতে গিয়ে শোক জমায়েতে উপস্থিত অনেকে অশ্রুসজল হয়ে ওঠেন।

১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ফ্রান্স আওয়ামী লীগের কর্মসূচীর মধ্যে ছিল আলোচনা সভা, দোয়া মাহফিল এবং দেশরত্ন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ বাক্য পাঠ।

সমাবেশ থেকে প্রবাসীরা ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসের সরকারি ছুটি বাতিলের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন।

ফ্রান্স আওয়ামী লীগের সমাবেশের শুরুতে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দেওয়া হয়। সদ্য সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে ফ্রান্স আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বীর মুক্তিযোদ্ধা এবং সাধারণ প্রবাসীরা শপথ বাক্য পাঠ করেন।

শেখ হাসিনাকে দেশের মাটিতে ফিরিয়ে আনতে শপথ বাক্য পাঠ করান ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাশেম।

এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা ও সাধারণ প্রবাসীরা সমবেত কণ্ঠে শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনতে শপথ নেন। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন কয়েজ সভাটি পরিচালনা করেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।


সভায় উপস্হিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতিদ্বয়, সোহরাব হোসেন মৃধা, সৈয়দ ফয়সল ইকবাল, কামরুল হাসান বকুল, নাছির চৌধুরী, জাকির হোসেন ভূঁইয়া, শাহজান রহমান, মঞ্জুর হাসান সেলিম, আবু মোর্শেদ পাটোয়ারী, শুভ্রত শুভ, আকরাম খান, অবনী চন্দ্র দাশ, মোতালেব খান।


যুগ্ম সাধারণ সম্পাদকদ্বয়, মোস্তাফা হাসান, নজরুল ইসলাম চৌধুরী, অধ্যাপক অপু আলম, ফয়ছল উদ্দিন।
সাংগঠনিক সম্পাদকদ্বয়, সেলিম ওয়াদা শেলু, টিপলু ফকির, আলী আহম্মদ জুবের, শওকত হায়াত বিপ্লব, আলতাফ হোসেন। প্রচার সম্পাদক আমিন খান হাজারী, কৃষি বিষয়ক সম্পাদক মাহমুদুল্লাহ ও আন্তর্জাতিক সম্পাদক শাহীন আরমান চৌধুরী। শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক রবিউল হাসান, তথ্য ও গবেষণা সম্পাদক তরিকুল ইসলাম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আলী আক্কাস, আনোয়ার হোসেন, শেখ জাহেদ রশিদ।

 


প্যারিস নগর আওয়ামী লীগের সভাপতি সাইফুল খান, সাধারণ সম্পাদক বেলাল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আজমল হোসেন। ফ্রান্স যুবলীগ নেতা কামাল মিয়া, কামরুল হাসান সেলিম। মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের মোহাম্মদ মনির হোসেন। তরুণ ও পরিশ্রমী সংগঠক সাংবাদিক চৌধুরী মারুফ অমিত সহ ফ্রান্স আওয়ামী লীগ, প্যারিস নগর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সহ বিভিন্ন সাংস্কৃতিক এবং গণমাধ্যমের সংবাদকর্মী বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

0 Comments
scroll to top