Close

সাংবাদিকপুত্র অমর্ত্য’র চতুর্থ মৃত্যুবার্ষিকী কাল

আগামীকাল রবিবার তৌকির তাহসিন বারী অমর্ত্যর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে মৌলভীবাজারের কুলাউড়ার গ্রামের বাড়িতে, উন্দালে, ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুরে গ্রামের বায়তুর তৌকির অমর্ত্য জামে মসজিদে, রংপুর ও গাজীপুরের অমর্ত্য ফাউন্ডেশন গরিবের হেঁসেলে কোরানখানি, মিলাদ মাহফিল ও দোয়া হবে।

অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র অমর্ত্য ২০২০ সালের ২৫ আগষ্ট মাত্র ২১ বছর বয়সে মারা যান। তিনি অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক ফজলুল বারীর বড় ছেলে। সিডনির রুকউড সিমেট্রিতে অমর্ত্যর শেষশয্যা যেন এক খন্ড বাংলাদেশ। এফিটাফে খোদাই করা আছে বাংলাদেশের লাল সবুজ পতাকা। সেখানে অমর্ত্যর নামটি বাংলায় লেখা। 

তৌকির তাহসিন বারী অমর্ত্য

শোকার্ত পরিবার এরপর থেকে নিজেদের সব চ্যারিটি কার্যক্রম অমর্ত্য ফাউন্ডেশনের ব্যানারে পরিচালনা করে আসছে। সারাদেশে অভাবী মানুষদের সহায়তায় চালু করা হয়েছে নানান কার্যক্রম। এর মাঝে স্থাপন করা হয়েছে বহু  নলকূপ।

ফাউন্ডেশনটি সারাদেশের বাচ্চাদের শিক্ষা উপকরণ দেয়। কুরবানির ঈদে ‘দরিদ্র গ্রামে গরিবের কুরবানি’ শিরোনামে নতুন একটা ধারা চালু করেছে এই ফাউন্ডেশন। এই কুরবানির মাংসের পুরোটা দরিদ্র গ্রামবাসীর মধ্যে বিলি করা হয়। 

দরিদ্র মানুষজনের ঘর বানিয়ে দেয়া, ব্যবসার পুঁজির ব্যবস্থা করা, অভাবী পরিবারের মেয়ের বিয়ের ব্যবস্থায় সহায়তা সংস্থাটির অন্যতম প্রকল্প। পাঁচশ টাকায় এক পরিবারের এক সপ্তাহের খাবার দেয়াও একটি উদ্যোগ। 

এছাড়া কিছু দরিদ্র ছাত্র, অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী দেয়া হয়। ফ্রি খাবার ঘর উন্দাল, অমর্ত্য ফাউন্ডেশন গরিবের হেঁসেলে প্রতিদিন শতাধিক ব্যক্তির খাবারের ব্যবস্থা করা হয়।

অমর্ত্যের পরিবারের পক্ষ থেকে তার আত্মার শান্তি কামনায় দেশবাসীর দোয়া চাওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

0 Comments
scroll to top