চট্টগ্রাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগ কেক কেটে জন্মদিন পালন করে এবং এক দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে। বুধবার (২৮ সেপ্টেম্বর) নগরীর একটি হোটেলের হল রুমে এই সভা অনুষ্টিত হয়।
স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা‘র ৭৬তম শুভ জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগ কতৃক আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান নগরীর হোটেল সৈকতে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি আলহাজ্ব আমিনুল হক বাবুল সরকার। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম এ মোতালেব তালুকদার।
সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগের সিনিয়র সহ–সভাপতি আলহাজ্ব মোজাম্মেল হক চৌধুরী।
সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু, দেশের উন্নতি সমৃদ্ধি এবং বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের অন্যান্য শহীদ সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় বক্তারা বলেন, কঠিন সংগ্রামের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন সাহসী পদক্ষেপ গ্রহণ করছেন, তাঁর দৃঢ় নেতৃত্বেই দেশ দুর্নীবার গতিতে এগিয়ে যাচ্ছে।
এসময় তারা আরো বলেন, সাহসীকতার সাথে করোনা পরিস্থিতি মোকাবেলা সহ পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেলের মতোএকাধিক মেগা প্রকল্প বাস্তবায়ন করেছেন জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সভায় বক্তব্য রাখেন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ হায়দার খান, যুগ্ম সাধারণ সম্পাদক মো ওয়াহিদুর রহমান। সাংগঠনিক সম্পাদক হাজী জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মো আনছার হোসাইন।
আরও বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগের সাবেক সদস্য মোহাম্মদ কাউসার জামান সেলিম উল্লাহ, হাফেজ ইসমাইল, প্রবীর দাশ, নুরুল আমিন, মোঃ শামসুল আলম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাকলিয়া থানার আহবায়ক সেলিম উদ্দিন সেকু, সদস্য সচিব মহিউদ্দিন তারেক। কোতোয়ালী থানার আহবায়ক জয়নাল আবেদীন, সদস্য সচিব সাইফুদ্দিন রাসেল। চান্দঁগাও থানা যুগ্ন–আহ্বায়ক রাসেল বড়ুয়া। খুলশী থানা যুগ্ন আহবায়ক হাসান মাহবুব প্রমুহ।
সভায় উপস্থিত ছিলেন নগর ও বিভিন্ন থানা আওয়ামী মৎস্যজীবী লীগ নেতৃবৃন্দ।