Posted by jbpratidin on September 19, 2022. Updated: 4:32 pm
স্বাগতিক নেপালকে হারিয়ে ওমেন্স সাফ চ্যাম্পিয়নশীপের শিরোপা জিতেছে বাংলাদেশ দল।
নেপালের কাঠমান্ডুতে দশরথ রঙ্গশালা আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মত টুর্নামেন্টের শিরোপা জিতেছে বাংলাদেশ নারী ফুটবল দল।
বাংলাদেশের পক্ষে দুই গোল করেছে কৃষ্ণা রানী সরকার। বাকি একটি করেছেন বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামা শামসুন্নাহার জুনিয়র। ম্যাচের ১৪ মিনিটে শামসুন্নাহার এবং ৪১ মিনিটে কৃষ্ণার প্রথম গোলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টারত নেপালের পক্ষে ৭০ মিনিটে ১ গোল পরিশোধ করেন অনিতা রানী। তবে এর সাত মিনিট পর অর্থাৎ ম্যাচের ৭৭ মিনিটে কৃষ্ণা দ্বিতীয় গোল করলে বাংলাদেশের জয় নিশ্চিত হয়। শেষ পর্যন্ত ৩-১ গোলে জয়ী হয়ে প্রথমবারের মত টুর্নামেন্টের শিরোপা নিশ্চিত করে এবারের আসরে অপরাজিত থাকা বাংলাদেশ নারী দল।