Close

প্যারিসে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

প্যারিস, ফ্রান্স: প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্বরে শান্তি সমাবেশ করেছে ফ্রান্স আওয়ামী লীগ। মঙ্গলবার (২ মে) সমাবেশে বাংলাদেশের বিরুদ্ধে নেতিবাচক খবরের প্রতিবাদে করা হয়।

শান্তি সমাবেশে নেতৃত্ব দেন ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাশেম। প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্বরে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তির কথা সমাবেশে তুলে ধরেন।

বিশাল ব্যানার নিয়ে ফ্রান্স আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ওই এলাকায় জড়ো হতে থাকেন।

ফ্রান্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েসের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব।

দূর থেকে আসা দলের নেতা-কর্মী ও সমর্থকদের স্লোগানে ওই এলাকা স্লোগানে মুখরিত হয়ে ওঠে। দলের নেতা-কর্মীরা সমাবেশে শেখ হাসিনাকে এক বহ্নিশিখার নাম বলে শ্লোগান দেন।

সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ‘অপপ্রচার’; দেশ ও সরকারের বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ‘সংঘবদ্ধ অপপ্রচারকারী’ এবং দেশের অভ্যন্তরের ‘শান্তি বিনষ্টকারী অপশক্তি’র বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়।

সমাবেশে এম এ কাশেম তার বক্তব্যে বলেন, বাংলাদেশের রাজনীতিতে এক বহ্নিশিখার নাম- শেখ হাসিনা। যিনি নিরলসভাবে চেষ্টা করে বাংলাদেশকে তুলে ধরেছেন এক অনন্য উচ্চতায়। বঙ্গবন্ধু বাংলাদেশকে স্বাধীন করতে পারলেও দেশটির অর্থনৈতিক স্বাধীনতা এনে দেয়ার সময় পাননি। ঘাতকরা তাঁকে হত্যা করলে স্বপ্নের সোনার বাংলা গড়ার কাজটি অসম্পূর্ণ রয়ে যায়। এক বুক কষ্ট ও যন্ত্রণায় দগ্ধ হয়ে সেই অসামাপ্ত কাজটি করার জন্য চ্যালেঞ্জ গ্রহণ করেন শেখ হাসিনা। দীর্ঘ সংগ্রাম আর ধারাবাহিক পরিশ্রমের মাধ্যমে তিনি নিজেকে বাংলাদেশের এক বহ্নিশিখায় পরিণত করেছেন। প্রতিনিয়ত সংগ্রাম করে নিজের অবস্থানকে সুদৃঢ় করেছেন তিনি। আর এভাবেই শেখ হাসিনা ধীরে ধীরে বাংলাদেশে একজন আদর্শিক রাজনৈতিক বাতিঘরে পরিণত হয়েছেন।


কাশেম আরও বলেন, শেখ হাসিনা বাংলাদেশের জন্য একটি আলোকবর্তিকা। বাংলাদেশ স্বাধীনতার পর প্রথম এমন নজিরবিহীন বৈপ্লবিক উন্নয়নে প্রবেশ করেছে। পিতা মুজিব বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রাম করেছেন জীবনভর। তাঁর যোগ্য উত্তসুরী শেখ হাসিনাও একই পথের যাত্রী। মৃত্যুর কবল থেকে প্রতিবার ফিরে এসেছেন অধিকার বঞ্চিত মানুষের ভাগ্য পরির্বতনের জন্য। তাঁর কারণেই বাংলাদেশ আওয়ামী লীগ শক্ত অবস্থানে এবং তাঁর হাত ধরেই বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটেছে শুধুমাত্র শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে। বাংলাদেশ এখন উন্নয়নে বিশ্বের রোল মডেল। শেখ হাসিনা দেশকে উন্নয়নের ঐতিহাসিক দিক সন্ধিক্ষণে নিয়ে গিয়েছেন। সঙ্গত কারণেই উন্নয়নের বিভিন্ন সূচকে বাংলাদেশ এখন নতুন উচ্চতায় পৌঁছেছে। ৭৫ এর সেই ঘাতকদের দোসর দেশফেরারীরা বহিবিশ্বে দেশের বিরুদ্ধে , শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র রুখে দিতে ফ্রান্স আওয়ামী লীগের নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান এম এ কাশেম।

সমাবেশে দেলোয়ার হোসেন কয়েছ তার বক্তব্যে বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিমন্ডলে শেখ হাসিনা আজ অভিজ্ঞতায় অনেক সমৃদ্ধ। অভিজ্ঞতার আলোকে তিনি অনেক শক্তিশালী। দৃঢ়তা, ধৈর্য, যেন তাঁর ব্যাক্তিত্বের সাথে একিভূত হয়েছে। শেখ হাসিনা বাঙালির ত্রানকর্তা হিসেবে নেতৃত্বের আসনে এসেছেন তাঁর মেধা, সাহস ও সততার কারণে। তাঁর মত জনদরদী জননেত্রী ভবিষ্যতে আসবে কি না সেটা কালের পরিক্রমায় ইতিহাস নির্ধারন করে দিবে।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আবুল কাশেম , সোহরাব মৃর্ধা , কামরুল হোসেন বকুল , সৈয়দ ফয়সল ইকবাল হাসেমী , জাকির হোসেন , মঞ্জুরুল হাসান চৌধুরী সেলিম , শাহজাহান রহমান , শুভ্রত ভট্টাচার্য শুভ ,আবু মোর্শেদ পাটয়ারী , আজম খান , মোতালেব হোসেন , উপদেষ্টা মিজান চৌধুরী মিন্টু , মশিউর রহমান কামাল ,সালেহ আহমেদ চৌধুরী , জামাল হোসেন বিলাল , যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা হাসান , এমদাদুল হক স্বপন , অধ্যাপক অপু আলম , মাসুদ হায়দার ,ফয়সল উদ্দিন , সাংগঠনিক সম্পাদক সেলিম ওয়াদা শেলু , খালেদ গোলাম কিবরিয়া , খালেকুজ্জামান , শওকত হায়াত খান বিপ্লব , মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সাইফুল ইলাম দুলাল , শিক্ষা বিষয়ক সম্পাদক রবিউল হাসান , সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রিপন দেবনাথ, মহিলা বিষয়ক সম্পাদক নিগার আফরোজ খান , ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক আবদুল্লাহ আল তায়েফ , বাণিজ্য বিষয়ক সম্পাদক আকরাম হোসেন মিন্টু , ধর্ম বিষয়ক সম্পাদক সালেহ আহমেদ , যুবনেতা কামরুল ইসলাম সেলিম, কাইয়ুম রহমান, স্বেচ্ছাসেবক লীগ নেতা সেলিম আল দীন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

0 Comments
scroll to top