হাটহাজারী প্রতিনিধি: ফুটবল খেলা সকলের পছন্দের খেলা। প্রতি চার বছর পরপর শুরু হয় ফুটবল বিশ্বকাপ। প্রতিবারই ফিফা বিশ্বকাপে মেতে উঠে সারা পৃথিবী। বাংলাদেশেও ফুটবল প্রেমীরা তাদের, ভাললাগার দলকে অভিনন্দন জানিয়ে পতাকা ঝুলানো, মোটরসাইকেল শোভা ও অভিনন্দন জানিয়ে যাচ্ছে।
চার বছর পর পর আসে ফুটবল প্রেমীদের জন্য সেই মাহেন্দ্রক্ষণ। রাত পোহালেই সেই মাহেন্দ্রক্ষণের ক্ষণগণনার শুরু। যার অপেক্ষায় কোটি কোটি ফুটবল প্রেমীরা। কাতারের লুসাইল ষ্টেডিয়ামে বাংলাদেশের স্হানীয় সময় রাত নয়টায় শুরু হবে সেই জমকালো আসর এবং পরিসমাপ্তি হবে ফ্রান্স আর্জেন্টিনার ফাইনাল খেলার মধ্য দিয়ে। বিশ্বকাপ নামক ভাগ্য তিলকটির যোগ্য দাবিদার দুদেশই। দেখা যাক, কার ভাগ্যে যায় শিরোপাটি।
“হৃদয়ে বাংলাদেশ, সমর্থনে ফ্রান্স” স্লোগানে চট্টগ্রামের হাটহাজারীতে আনন্দ শোভাযাত্রা করেছেন ফ্রান্সের সমর্থকরা। ফ্রান্স প্রবাসী নেজাম উদ্দিনের নেতৃত্বে এ শোভাযাত্রার আয়োজন করা হয়।
রবিবার (১৮ ডিসেম্বর) কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার খেলা উপলক্ষে শনিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় এ আনন্দ শোভাযাত্রা বের করা হয়। ফ্রান্স সমর্থক গোষ্ঠীর ব্যানারে সন্ধ্যায় হাটহাজারীর ফতেয়াবাদ এলাকায় র্যালি নিয়ে মিছিল বের করেন সমর্থকরা।
ফ্রান্সের সমর্থক নেজাম উদ্দিন জয়বাংলা প্রতিদিন ডট কমকে বলেন, ‘রবিবার ফ্রান্সের সঙ্গে আর্জেন্টিনার ফাইনাল খেলা। এই খেলায় আমাদের প্রিয়দল ফ্রান্স জিতবে। আমাদের আছে এমবাপে- গ্রিছমান। আমরা চাই, একাধারে দ্বীতিয় বারের মত ফ্রান্স বিশ্বকাপ জয় করুক’।
আরেক সমর্থক বলেন, ‘বিশ্বে ক্লাসিক ফুটবল দল ফ্রান্স। যাদের খেলার মধ্যে কোনও মারামারি নেই। নান্দনিক ফুটবল খেলে তারা। আমাদের প্রিয় দল ভাল খেলে, তাই আশা করছি এবার বিশ্বকাপ ফ্রান্সের ঘরেই উঠবে’।