বঙ্গবন্ধু কন্যা সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে সাম্প্রতিক ঘটনা নিয়ে মামলার প্রতিবাদ জানিয়েছে ফ্রান্স আওয়ামী লীগ।
১৯ আগস্ট, সোমবার এক বিবৃতিতে ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাশেম ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন কয়েছ বলেন, অন্তবর্তীকালীন সরকার নামক অবৈধ শাসকের প্রতিহিংসার শিকার হচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা। তাঁর বিরুদ্ধে ধারাবাহিক ভাবে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
বিবৃতিতে তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শের আলোকে তাঁর কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে যখন সমৃদ্ধির মহাসড়ক দিয়ে দেশকে এগিয়ে নিয়ে চলেছিলেন তখন পাকিস্তান সমর্থিত সাম্প্রদায়িক শক্তি জামায়াত-শিবির-বিএনপি সারা দেশে হত্যা, অগ্নিসংযোগ, ধর্ষণ, লুটতরাজ, মন্দির-গির্জা ভাঙচুর, সংখ্যালঘুদেরকে হত্যা, পুলিশ-আনসার হত্যা, আওয়ামী লীগের নেতা-কর্মীদের হত্যা, সংসদ ভবন, গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেস, বিটিভিসহ সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা করে ব্যাপক ক্ষতি সাধনের মধ্য দিয়ে দেশকে অস্থিতিশীল করে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে। সরকার প্রধান জননেত্রী শেখ হাসিনাকে জোর করে দেশ ত্যাগ করতে বাধ্য করে। জাতির পিতা বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত স্বাধীনতার স্মৃতি ভান্ডার ধানমন্ডির ৩২ নম্বর ঐতিহাসিক বাড়িটি পুড়িয়ে দেয়।
তারা বলেন, বাঙালির মুক্তি আন্দোলন ও স্বাধীনতা যুদ্ধের নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনীতির মাঠ থেকে উচ্ছেদ করার অসৎ উদ্দেশে চেপে বসা সরকার এসব নোংরামি করছে। জননেত্রী শেখ হাসিনাসহ নেতৃবৃন্দের বিরুদ্ধে করা সকল মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করার জোর দাবি জানাচ্ছি এবং সংখ্যালঘু ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের উপর নির্যাতন, হত্যা বন্ধ করার দাবি জানাচ্ছি।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
জয়তু শেখ হাসিনা
বাংলাদেশ চিরজীবি হোক