Close

বন্যায় বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে বললেন শেখ হাসিনা

সাম্প্রতিক বন্যায় বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে দেশের সব মানুষকে আহ্বান জানিয়েছেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। রোববার আওয়ামী লীগ দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শেখ হাসিনা বাংলাদেশের সাম্প্রতিক বন্যায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বন্যার্তদের পাশে দাঁড়াতে দেশবাসির প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। দলের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মী, সমর্থকসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক শ্রেণীপেশার বিত্তবান মানুষকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

শেখ হাসিনা বিবৃতিতে বলেন, ‘হঠাৎ এই বন্যা দেশের দক্ষিণপূর্বাঞ্চলে কয়েকটি জেলায় মারাত্মক আকার ধারণ করেছে, এই দুর্যোগ মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বন্যাদুর্গতদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানাই।

শেখ হাসিনা বলেন, ‘বিগত দিনে বন্যা মোকাবেলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এগিয়ে এসেছিল বলেই বন্যার্তদের সহযোগিতা করতে পেরেছিলাম এবং বন্যা-পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় সফল হয়েছিলাম। গত জুলাই মাসের প্রথম সপ্তাহে এমন একটি বিপজ্জনক বন্যার শঙ্কায় আগাম প্রস্তুতি নিতেও আমি সকলকে নির্দেশ দিয়েছিলাম।’

বন্যায় মৃতব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা করে শেখ হাসিনা তাঁদের পরিবারের সকল সদস্যের প্রতি সমবেদনা জানান এবং ধৈর্যধারণ করার আহ্বান করেন বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

0 Comments
scroll to top