উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। দুই দফায় উপজেলা নির্বাচনের জন্য নির্বাচন কমিশন ইতোমধ্যে তফসিল ঘোষণা করেছে। প্রথম দফা উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে ১৫২ টি উপজেলায়। ৭ মে ভোটগ্রহণের কথা। দ্বিতীয় দফায় ১৬২ টি উপজেলায় ২১ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এবার নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রতীক ব্যবহার করছে না। আওয়ামী লীগ দলীয় প্রতীক ব্যবহার না করায় এবার নির্বাচন দলীয় ভিত্তিতে অনুষ্ঠিত হচ্ছে না। যদিও জাতীয় পার্টি দলীয় প্রতীক ব্যবহার করে নির্বাচন করছে। তবে আওয়ামী লীগ এবং অন্য রাজনৈতিক দল দলীয় প্রতীক ব্যবহার না করার ফলে এই নির্বাচনে বিএনপি এবং জামায়াতের অংশগ্রহণের সুযোগ রয়েছে।
দলীয় প্রতীক ব্যবহার করলে বিএনপিকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ব্যাপারে অবস্থান গ্রহণ করতে হত। বিএনপিকে বলতে হতো যে, তারা নির্বাচন বর্জন করছে বা নির্বাচনে অংশগ্রহণ করছে। কিন্তু যেহেতু দলীয় প্রতীকে আওয়ামী লীগই ব্যবহার করছে না সেজন্য বিএনপি এই নির্বাচনের ব্যাপারে নীরবতা পালন করছে।
বিএনপির পক্ষে বিভিন্ন দায়িত্বশীল সূত্র বলছে, তারা এটি দলের স্থানীয় নেতাদের ওপর ছেড়ে দিয়েছেন। স্থানীয় পর্যায়ের নেতারা যদি মনে করেন যে, তারা নির্বাচন করতে চান এবং নির্বাচনে তাদের অবস্থান ভাল, তাহলে তারা করতে পারেন। তবে সেক্ষেত্রে কোন দলীয় প্রতীক ব্যবহার করা যাবে না এবং দলের পরিচয় ব্যবহার করা যাবে না। এই রকম শর্তে রাজি হয়েই বিএনপির প্রায় দুই শতাধিক নেতা এবার উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করছে বলে নিশ্চিত তথ্য পাওয়া গেছে। কোনো কোনো উপজেলায় বিএনপির একাধিক প্রার্থী খবরও শোনা যাচ্ছে।