ঢাকা বিশ্ববিদ্যালয়ঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, জীববিজ্ঞান, ফার্মাসি, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ওইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ২০২১–২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায়১০ দশমিক ৩৯ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন৷ এ ফলাফলে বুয়েটের ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া আসীর আন্জুম খান প্রথমহয়েছেন৷
আজ সোমবার বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আবদুল মতিন চৌধুরী ভার্চ্যুয়াল শ্রেণিকক্ষে প্রধানঅতিথি হিসেবে ‘ক’ ইউনিটের ফলাফল ঘোষণা করেন উপাচার্য মো. আখতারুজ্জামান৷ এ সময় ‘ক’ ইউনিট ভর্তি পরীক্ষারপ্রধান সমন্বয়কারী ও ফার্মাসি অনুষদের ডিন সীতেশ চন্দ্র বাছার উপাচার্যের সঙ্গে ছিলেন৷
গত ১০ জুন ‘ক’ইউনিটের পরীক্ষা হয়েছিল৷
‘ক’ ইউনিটে প্রথম হয়েছেন রাজধানী ঢাকার নটরডেম কলেজের ছাত্র আসীর আন্জুম খান৷ তিনি ঢাকার বেগম বদরুননেসাসরকারি মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন৷