Close

ভ্যাকসিন নিতে রাজি হয়েছেন জকোভিচ

novak_djokovic

বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন জিতে রেকর্ড গড়েছেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল। ক্যারিয়ারের ২১তম গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন তিনি। নাদালের এই কৃতিত্বের পর নাকি নোভাক জকোভিচ করোনা ভ্যাকসিন নিতে রাজি হয়েছেন। জকোভিচের আত্মজীবনীর লেখক দানিয়েল মিউকশ্চ এমন খবর জানিয়েছেন।

অস্ট্রিয়ান সংবাদমাধ্যম হটেকে দানিয়েল মিউকশ্চ বলেন, ‘চারপাশ থেকে যা শুনছি, তাতে মনে হচ্ছে সে (জকোভিচ) টিকা নিচ্ছে। হয়তো অস্ট্রেলিয়ার ফাইনালের প্রভাব আছে এতে। হয়তো রাফায়েল নাদালের ২১তম গ্র্যান্ড স্ল্যাম তাকে এদিকে ধাবিত করেছে।’

মার্কার খবরে জানা গেছে, অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে রাশিয়ান দানিল মেদভেদেভকে পাঁচ সেটের লড়াইয়ে হারিয়ে শিরোপা তুলে নেন নাদাল। ভ্যাকসিন না নেওয়ায় অস্ট্রেলিয়া সরকারের কোভিড আইন অনুযায়ী জকোভিচ সেখানে গিয়েও শেষ পর্যন্ত কোর্টে নামতে পারেননি। দুই দফা আপিল করে হেরে জকোভিচ না খেলেই দেশে ফিরে যান।

নাদাল এই জয়ের সুবাদে জকোভিচ ও রজার ফেদেরারকে পিছনে ফেলে সর্বোচ্চ ২১টি গ্র্যান্ড স্ল্যাম জেতেন। করোনাভাইরাসের টিকা নেওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম করতে যাচ্ছে ফ্রান্সও। টিকা না নিলে বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম ফ্রেঞ্চ ওপেনে খেলার ক্ষেত্রেও ঝামেলায় পড়তে পারেন জকোভিচ। যুক্তরাষ্ট্রও আগেই জানিয়ে রেখেছে, টিকা না নেওয়া কেউ ইউএস ওপেনে খেলতে পারবেন না।

গত ডিসেম্বরে ক্রোয়েশিয়ায় ডেভিস কাপের সেমিফাইনালের পর থেকে আর কোর্টে দেখা যায়নি জকোভিচকে। এ মাসের শেষ দিকে দুবাই ওপেনে দেখা যেতে পারে তাকে। অবশ্য এর আগে মেক্সিকো ওপেনেও খেলতে পারেন এই সার্বিয়ান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

0 Comments
scroll to top