চট্টগ্রামঃ চট্টগ্রামের আলোচিত মাহমুদ খানম মিতু হত্যায় তার বাবা মোশাররফ হোসেনের দায়ের করা মামলার চূড়ান্ত প্রতিবেদন আদালতে জমা দিয়েছে তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই পরিদর্শক (মেট্রো) আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক আজ মঙ্গলবার চট্টগ্রাম আদালতের প্রসিকিউশন শাখায় চূড়ান্ত প্রতিবেদন জমা দেন।
তিনি আরও বলেন, ‘একই ঘটনায় ২টি মামলা চলমান থাকলে আইনি জটিলতা সৃষ্টি হতে পারে। সেটি বিবেচনা করে একটি মামলা চলমান রাখতে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর আবেদন করি। কর্তৃপক্ষ আবেদন গ্রহণ করে মিতু হত্যায় তার বাবা মোশাররফ হোসেনের করা মামলার চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে বলেছে।’
এদিকে, আদালত এই চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করলে মিতু হত্যার ঘটনায় বাবুলের করা মামলাটি চলবে। বর্তমানে এ মামলায় কারাগারে আছেন সাবেক এসপি বাবুল আকতার।
২০১৬ সালের ৫ জুন ছেলেকে স্কুলবাসে তুলে দিতে গিয়ে নগরের জিইসি মোড় এলাকায় খুন হন মাহমুদা খানম। এ ঘটনায় ওই বছরের ৬ জুন জঙ্গিরা জড়িত দাবি করে বাবুল আকতার পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা করেন। তদন্ত শেষে পিবিআই গত বছরের ১২ মে এ মামলার চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। হত্যায় বাবুল জড়িত বলে সন্দেহ তৈরি হলে একই দিন মিতুর বাবা মোশাররফ হোসেন আরেকটি মামলা করেন। মামলায় বাবুলসহ ৮ জনকে আসামি করা হয়। পুলিশ এ মামলায় গত বছরের ১২ মে বাবুলকে গ্রেপ্তার দেখায়।
বাবুলের করা মামলায় পিবিআইয়ের চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে গত বছরের ১৪ অক্টোবর আদালতে নারাজি আবেদন করেন তার (বাবুল) আইনজীবী। আদালত গত বছরের ৩ নভেম্বর চূড়ান্ত প্রতিবেদনটি গ্রহণ না করে পিবিআইকে অধিকতর তদন্তের নির্দেশ দেন। পরে নিজের করা মামলায়ও চলতি মাসের ৯ তারিখ বাবুলকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আদালত।