হাটহাজারী, চট্টগ্রাম: শুক্রবার(২১অক্টোবর২০২২) গুমান মর্দ্দন, নাঙ্গল মোড়া, ছিপাতলী ইউনিয়নের ত্রি মোহনায় অবস্থিত সুলতান আশরাফ শাহ ইসলামিক এডুকেশনাল কমপ্লেক্সের বার্ষিক সভা ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) অনুষ্ঠিত হয়েছে।
সুলতান আশরাফ শাহ ইসলামিক এডুকেশনাল কমপ্লেক্স পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট আ ফ ম মঈনুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মাদ্রাসার বার্ষিক প্রতিবেদন পেশ ও স্বাগত বক্তব্য রাখেন উক্ত প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক এ এস এম কামাল উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, নাঙ্গল মোড়া ইউনিয়নের চেয়ারম্যান হারুনুর রশিদ। উদ্বোধক হিসেবে উপস্হিত ছিলেন, ছিপাতলী ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আহসান লাভূ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাটহাজারী সরকারী কলেজের অধ্যাপক মোহাম্মদ সাইফুদ্দিন, রায়হান উদ্দিন।
আরও বক্তব্য রাখেন, উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সোলাইমান কাজেমি, প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির যুগ্ম সম্পাদক আ ম ম সামশুদ্দিন, চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগের সহ সভাপতি মোহাম্মদ সিরাজ সহ অভিভাবক ও শিক্ষক মন্ডলী প্রমুহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক নুরুল ইসলাম।
অনুষ্ঠানে অভিভাবকদ্বয় সুলতান আশরাফ শাহ ইসলামিক এডুকেশনাল কমপ্লেক্সের ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্টানে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
দ্বিতীয় অধিবেশনে, বাদে আছর পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে কোরান সুন্নাহর আলোকে স্বনামধন্য আলেমরা বক্তব্য রাখেন। মাহফিলে উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মরহুম অধ্যক্ষ আ ম ম ওবায়দুল্লাহ সহ যারা জমি-জমা ও বিভিন্ন সহযোগিতা করছেন তাদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।